গাইবান্ধায় সড়ক দূর্ঘটনায় নিহত ৬ ছাত্রী
গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে | প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২১, ২৩:৪০
গাইবান্ধার গোবিন্দগঞ্জে হানিফ পরিবহনের নৈশকোচের ধাক্কায় নিহত হয়েছেন অটোরিকশার ছয় যাত্রী। শুক্রবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার বকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি নৈশকোচ ঢাকা-রংপুর মহাসড়কের বকচর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ছয় যাত্রীসহ চালক ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। এ সময় ঘটনাস্থলে তিনজন ও গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মৃত্যু হয় আরও দুইজনের। পরে বগুড়া নেওয়ার পথে মারা যান আরও একজন। এ ঘটনায় পথচারীসহ আরও দুইজন আহত হয়েছেন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বলেন, ঘাতক বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন। দুর্ঘটনায় হতাহতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: গোবিন্দগঞ্জ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।