রবিবার, ৯ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

মুন্সীগঞ্জ মুক্ত দিবস আজ

মুন্সীগঞ্জ থেকে | প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২১, ০৩:১০

মুন্সীগঞ্জ মুক্ত দিবস আজ

১৯৭১ সনের ১১ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে মুন্সীগঞ্জ হানাদার মুক্ত হয়েছিল। ভোর রাতে মুন্সীগঞ্জ থেকে হানাদার বাহিনী পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই গা ঢাকা দেয় পাকবাহিনীর দোসর রাজাকাররাও।

১৯৭১'এর পহেলা মে পাকিস্তানি সেনাদল ধলেশ্বরী নদী পার হয়ে জেলা শহর ও আব্দুল্লাহপুর লঞ্চঘাট দিয়ে মুন্সীগঞ্জে প্রবেশ করে। প্রবেশের পর হানাদার বাহিনী সরকারী হরগঙ্গা কলেজে তৈরি করে তাদের প্রধান ক্যাম্প। এই ক্যাম্পে নির্যাতন-হত্যা চালাতো পাক সেনারা। হত্যা করে মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের পূর্ব পাশে বধ্যভূমিতে ফেলে রাখতো। ওই ক্যাম্পে বসেই নীলনক্সার মাধ্যমে জেলার বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ, লুণ্ঠন, ধর্ষণ, হত্যাসহ ধ্বংসযজ্ঞ চালায় পাক সেনারা।

মুন্সীগঞ্জে প্রথমে ১৪ নভেম্বর টঙ্গীবাড়ী শত্রুমুক্ত হয়। ১৫ নভেম্বর হানাদার মুক্ত হয় লৌহজং। ১৭ নভেম্বর শ্রীনগর ও ২০ নভেম্বর সিরাজদিখান শত্রুমুক্ত হয়। ৪ ডিসেম্বর মুন্সীগঞ্জ শহরের অদূরে রতনপুর ও আশপাশের এলাকায় পাকিস্তানি সেনাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত যুদ্ধ হয়। মুক্তিযোদ্ধাদের সাঁড়াশি আক্রমণের কারণে ১১ ডিসেম্বর ভোর রাতে হরগঙ্গা কলেজ ক্যাম্প ছেড়ে পালিয়ে যায় পাকিস্তানি সেনারা।

এনএফ৭১/এনজেএ/২০২১ 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top