বগুড়ায় মুরগি চুরি-বিরোধে দুইজনের মৃত্যু: পাল্টাপাল্টি হামলার ঘটনা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫, ১৮:৩৩
গাবতলীর কীর্তনীয়া এলাকায় মুরগি চুরি নিয়ে বিরোধের জেরে গুরুতর আহত হয়ে ৯ দিন চিকিৎসাধীন থাকার পর স্কুলছাত্র স্বাধীন ইসলাম (১৭) মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ১০টায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে।
স্বাধীন স্থানীয় রামচন্দ্রপুর হাইস্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের মে মাসে ৪২টি মুরগি চুরির ঘটনায় স্বাধীনসহ খামার মালিক জহুরুল ও খায়রুলদের মধ্যে বিরোধ শুরু হয়। এরপর মামলা মোকদ্দমা ও উত্তেজনা চলছিল।
গত ৯ নভেম্বর স্বাধীনকে প্রথমে খায়রুল ও তার সহযোগীরা কুপিয়ে আহত করে। একইদিন সন্ধ্যায় স্বাধীন ও তার অনুসারীরা খায়রুলদের মামাতো ভাই তরিকুল ইসলাম ভুট্টো (৫০) কে কুপিয়ে হত্যা করে। স্বাধীনের পরিবারও ওই ঘটনায় অভিযুক্ত রয়েছে এবং পলাতক রয়েছে।
বগুড়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার কালবেলা জানিয়েছেন, নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে বুধবার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের মতে, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় দুজন নিহত হয়েছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।