তিন দিনের ছুটিতে কুয়াকাটায় পর্যটকের ভিড়

পটুয়াখালী থেকে | প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২১, ০১:৫০

তিন দিনের ছুটিতে কুয়াকাটায় পর্যটকের ভিড়

সরকারি ছুটির তৃতীয় দিনেও পর্যটকে মুখরিত পটুয়াখালীর কুয়াকাটা সৈকত। সমুদ্র পাড়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগসহ সমুদ্রের নোনা জলে গা ভাসাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটক।

তবে বেড়াতে আসা পর্যটকদের অস্বস্তি বাড়িয়ে দিয়েছেন স্থানীয় কিছু ব্যবসায়ী। বাড়তি পর্যটক আসার সুযোগ নিয়ে হোটেল ভাড়া, খাবার মূল্যসহ সকল প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেশি দাম রাখা হচ্ছে বলেও অভিযোগ পর্যটকদের। এদিকে, নির্দিষ্ট বাস টার্মিনাল এবং ট্রাফিক পুলিশ না থাকায় ঘণ্টার পর ঘণ্টা জ্যামে দুর্ভোগ পোহাতে হচ্ছে পর্যটকদের।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের পুলিশ পরিদর্শক এম মিজানুর বলেন, আমাদের ট্যুরিস্ট পুলিশের সদস্যরা শুক্রবার প্রায় একঘণ্টা প্রচেষ্টার পর যানজট নিরসন করে। আমরা ট্রাফিক পুলিশ চেয়ে জেলা পুলিশের কাছে অনুরোধ জানিয়েছি। এছাড়া পর্যটকদের সার্বিক নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ সচেষ্ট রয়েছে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top