ভোজ্য তেলের দাম বৃদ্ধি পাওয়ায় সরিষার আবাদ বেড়েছে
হিলি থেকে | প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২১, ০৩:৫০
দিনাজপুর জেলার হাকিমপুরে দিন দিন বৃদ্ধি পাচ্ছে সরিষা চাষ। স্বল্প খরচে অধিক লাভ হওয়ায় দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় সরিষার আবাদ দ্বিগুণ বেড়েছে। তবে ভোজ্য তেলের দাম বৃদ্ধি পাওয়ায় সরিষার আবাদ বেড়েছে বলে জানিয়েছেন কৃষকরা।
সরেজমিনে দেখা যায়, হাকিমপুর (হিলি) উপজেলার প্রতিটি ফসলের মাঠজুড়ে এখন সরিষার ফুলে ছেয়ে গেছে। এই মৌসুমে ভাল ফলনের আশায় কৃষকরা দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন। কৃষকের পাশাপাশি বসে নেই কৃষি কর্মকর্তারাও। এক জমিতে তিন ফলনের আশায় আমন ধান কাটার পরেই সরিষা আবাদ করেছেন কৃষকরা।
কৃষকরা চ্যানেল ওয়ান প্রতিনিধিকে জানান, জমিতে সরিষা আবাদ করলে জমি উর্বর হয়, তাছাড়া সরিষা চাষে তেমন কোনো খরচ হয়না। সয়াবিন তেলের দাম বৃদ্ধি পাওয়ায় পরিবারের তেলে চাহিদা মেটাতে তারা জমিতে সরিষা চাষ করেছে। এখন পর্যন্ত আবহাওয়া ভাল থাকায় বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা।
হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা ড. মমতাজ সুলতানা জানান, সরিষা চাষাবাদ বৃদ্ধি করতে কৃষি অফিস নিয়মিত উঠান বৈঠকের মাধ্যমে কৃষকদের সচেতনতার পাশাপাশি পরামর্শ প্রদান করছে।
তিনি আরও জানান, প্রাকৃতিক দুর্যোগে কোনো প্রকার ক্ষতি না হলে। সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। গত বছর এ উপজেলায় ৮ শ’ ২৫ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছিল। এ বছর ১ হাজার ৪৪০ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে। সরিষা চাষিদের আগ্রহ বৃদ্ধির জন্য সরকারিভাবে ৯ শ’ ৪০ জন কৃষককে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: হিলি
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।