নারায়ণগঞ্জে ট্রলারডুবির ঘটনায় মা-মেয়েসহ ৪ জনের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ থেকে | প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২২, ০০:৩১

নারায়ণগঞ্জে ট্রলারডুবির ঘটনার পাঁচদিন পর মা-মেয়েসহ ৪ জনের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ মা-মেয়েসহ ভেসে উঠেছে চারজনের মরদেহ। ঘটনার পাঁচদিনের মাথায় রবিবার (৯ জানুয়ারি) সকালে উদ্ধার করা হয় ভেসে ওঠা মরদেহগুলো।

এদের মধ্যে একই পরিবারের নিখোঁজ চারজনের ভেতর রয়েছে মা-মেয়ে। বাকি দুজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এখনও নিখোঁজ আছে আরও ছয়জন। তাদের সন্ধানে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা।

এ বিষয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ অফিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, বক্তাবলী ফেরিঘাট এলাকার নদীর কিনার থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও দুজনের মরদেহ ভেসে উঠেছে। একই সঙ্গে নিখোঁজ বাকিদের সন্ধানে আমাদের ফায়ার সার্ভিস কোস্টগার্ড, নৌপুলিশও সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।

এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top