ভোটগ্রহণ চলছে নোয়াখালী পৌরসভায়

নোয়াখালী থেকে | প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২২, ০০:৫০

ভোটগ্রহণ চলছে নোয়াখালী পৌরসভায়

নোয়াখালী পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩৪টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে এই ভোটগ্রহণ একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ভোটকেন্দ্রের নিরাপত্তার জন্য ৭৫০ জন পুলিশ, ৪৫০ জন আনসার, তিন প্লাটুন বিজিবি, তিন প্লাটুন র‍্যাব, পুলিশের চারটি মোবাইল টিম, একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন। নোয়াখালী জেলা পুলিশ সুপার মাহবুবুল ইসলাম জানিয়েছেন, সবগুলো কেন্দ্র ঝুঁকিপূর্ণ। তাই মোতায়েন করা হয়েছে প্রায় ৮০০ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

জানা গেছে, এ নির্বাচনে মেয়র পদে ৭, কাউন্সিলর পদে ৬৩ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী রয়েছেন। পৌরসভায় মোট ভোটার রয়েছেন ৭৫ হাজার ৭২৬ জন।

এনএফ৭১/এনজেএ/২০২২



বিষয়: নোয়াখালী


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top