বিজয় চরে ভেসে আসছে শত শত মৃত জেলিফিস
পটুয়াখালী থেকে | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০২২, ০৩:০৫
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন চর বিজয়ে ভেসে আসছে শত শত আওরেলিয়া আওরেটা প্রাজাতির মৃত জেলিফিস। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) স্থানীয় বাসিন্দারা শেষ বিকেলে মৃত এসব জেলিফিস সৈকতে পড়ে থাকতে দেখেন।
স্থানীয় বাসিন্দারা জানান, জোয়ারে শত শত জেলিফিস বঙ্গোপসাগরে জেগে ওঠা চর বিজয়ে ভেসে আসে। এছাড়া কুয়াকাটা সংলগ্ন ঝাউবাগান ও লেম্বুর চরেও কিছু মৃত জেলিফিস দেখতে পাওয়া গেছে। স্থানীয়দের দাবি, মূলত এসব জেলিফিস জোয়ারের সময় জীবিত অবস্থায় সৈকতে ভেসে আসে। পরে সৈকতের বালিয়াড়িতে আটকে মারা যায় প্রাণীগুলো।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এগুলো মূলত আওরেলিয়া আওরেটা প্রজাতির জেলিফিস। চাঁদের মতো দেখতে বলে এদেরকে মুন জেলিফিসও বলা হয়। এগুলা সাতারে তেমন পারদর্শী নয়। সমুদ্রে বাতাসের গতি কিংবা ঢেউয়ের বিপরীতে চলতে পারেনা। অনেক সময় জেলিফিস খাদ্য খুঁজতে পানির উপরের দিকে চলে আসে তবে একেবারে উপরে নয়। হয়ত খাদ্য অন্বেষনে এসে এ প্রাণী বাতাসের চাপে সৈকত এলাকায় চলে এসেছে। পরে বালুতে আটকা পরে মারা গেছে।
এনএফ৭১/এনজেএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।