ঋণের অর্থ পরিশোধ করতে না পেরে বিষপানে প্রবাসীর স্ত্রীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২২, ০৫:৪৭
বগুড়ার শিবগঞ্জে ঋণের টাকা পরিশোধ করতে না পারায় বিষপানে রেহেনা বিবি (৪০) নামের এক সৌদি প্রবাসীর স্ত্রীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রেহেনা বিবি ওই গ্রামের সৌদি প্রবাসী আব্দুল মান্নানের স্ত্রী।
স্থানীয়রা জানান, রেহেনা বিবি মঙ্গলবার সন্ধ্যায় তার মেয়েকে সঙ্গে নিয়ে বিষপান করেন। বিষয়টি জানতে পেরে প্রতিবেশীরা সঙ্গে সঙ্গে তাদের চিকিৎসার জন্য স্থানীয় দাড়িদহ বাজারের একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে রেহেনা বিবিকে মৃত ঘোষণা করা হয়। তার মেয়েকে চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়। খবর পেয়ে রাতেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয়ে রেহেনা বিবির ভাই সাখাওয়াত হোসেন বলেন, ‘আমার বোন দীর্ঘদিন ধরে পেটের পীড়া রোগে ভুগছিলেন। তিনি অসুস্থ ছিলেন। কিন্তু হঠাৎ মঙ্গলবার সন্ধ্যায় তার মেয়েকে সঙ্গে নিয়ে এক সঙ্গে বিষপান করেন। চিকিৎসা করে আমার বোনকে বাঁচানো সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, ‘স্থানীয় একটি এনজিও থেকে বোন কিছু টাকা ঋণ নিয়েছিল। কিন্তু সঠিক সময়ে সেই ঋণের টাকা পরিশোধ করতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়েন। এ ঘটনা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন।’
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
এনএফ৭১/আরআর/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।