লালমনিরহাট মুক্ত দিবস আজ

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২০, ১৪:৩৩

লালমনিরহাট থেকে:

লালমনিরহাট মুক্ত দিবস আজ। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের ত্রিমুখী আক্রমণের মুখে লালমনিরহাট থেকে পালিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী।

জানা গেছে, ১৯৭১ সালের ৩ মার্চ সকালে পাক হানাদার বাহিনী সড়ক পথে লালমনিরহাট দখল করে। পড়ে এ এলাকায় ব্যাপক হত্যাযজ্ঞ ও লুটপাট চালায় তারা।

একসময় বিহারীদের সহযোগিতায় বেপরোয়া হয়ে ওঠে হানাদাররা। যুদ্ধকালীন সময়ে শহরের রেলওয়ে রিক্সা স্ট্যান্ড ও সাহেব পাড়া, সদর উপজেলার বড়বাড়ি আইর খামার, আদিতমারী উপজেলার পূর্ব দৈলজোর ও কালীগঞ্জ উপজেলার ভোটমারীতে নিরস্ত্র নিরীহ শত-শত মানুষকে হত্যা করে পুতে রাখা হয়। যার সাক্ষী হয়ে রয়েছে জেলা শহরসহ অন্যান্য উপজেলায় একাধিক গণকবর।

 

নিউজফ্ল্যাশ৭১

একপর্যায়ে ৬ নং সেক্টরের অধীনে কোম্পানি কমান্ডার সিরাজুল হক সিরাজ, শফিকুল ইসলাম মন্টুসহ বিভিন্ন কোম্পানি কমান্ডারদের নেতৃত্বে স্থানীয় মুক্তিযোদ্ধারা সংঘবদ্ধভাবে ৫ ডিসেম্বর বড়খাতা, হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী মুক্তর পর ৫ ডিসেম্বর রাতে মুক্তিযোদ্ধারা তিন দিক থেকে আক্রমণ চালিয়ে লালমনিরহাট শহরের দিকে অগ্রসর হতে থাকে।

মুক্তিযোদ্ধাদের ত্রিমুখী আক্রমণে টিকতে না পেরে হানাদাররা পিছু হটতে বাধ্য হয়। এক পর্যায়ে চূড়ান্ত বিজয়ের পূর্ব মুহূর্তে মুক্তিযোদ্ধারা লালমনিরহাট ঘিরে ফেললে।

টাল সামলাতে না পেরে ওই দিনই ভোরে লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে পাকসেনা, রাজাকার আলবদর ও তাদের দোসর অবাঙ্গালিরা দুটি স্পেশাল ট্রেনে করে রংপুর ক্যান্টমেন্টে পালিয়ে যায়। তবে যাওয়ার সময় উড়িয়ে দেয় তিস্তা রেল সেতুর দুটি গার্ডার।

লালমনিরহাটে ৭১-এর এই দিনে শত্রু মুক্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে চারিদিক থেকে লোকজন ছুটে আসতে থাকে শহরের দিকে। সর্বত্রই ছড়িয়ে পড়ে মুক্তির উল্লাস।

নিউজফ্ল্যাশ৭১

লামনিরহাটের বীরপ্রতীক ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বলেন, এই দিনে প্রকৃত মুক্তিযোদ্ধাদের বের করে সহায় সম্বলহীন মুক্তিযোদ্ধাদের পুনর্বাসন করার জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান।

প্রতিবছর এ দিনে লালমনিরহাট মুক্ত দিবসকে ঘিরে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমান্ড আয়োজিত র‍্যালি, মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কিন্তু এবার মহামারি করোনার কারণে সকল কর্মসূচি সীমিত করা হয়েছে বলে জানিয়েছেন লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর।

এনএফ৭১/জেএস/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top