মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

নোয়াখালীতে চার হত্যা মামলার আসামি অস্ত্রসহ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ মে ২০২২, ২৩:৫৫

নোয়াখালীতে চার হত্যা মামলার আসামি অস্ত্রসহ গ্রেফতার

নোয়াখালীতে চার হত্যা মামলার আসামি অস্ত্রসহ গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জে চারটি হত্যাসহ ছয় মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি বাশার ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৩ মে) ভোরে উপজেলার কেন্দুরবাগ এলাকা থেকে একটি দেশীয় তৈরি এলজি ও এক রাউন্ড কার্তুজসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আবুল বাশার ওরফে বাশার ডাকাত (৪৫) বেগমগঞ্জের ছয়ারী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভবানীজীবনপুর গ্রামের নুর ইসলাম ওরফে বয়রার ছেলে।

নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম অস্ত্রসহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আবুল বাশার চারটি হত্যা, একটি ডাকাতি ও আরেকটি মামলায় সাজাপ্রাপ্তসহ ছয় মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। বেগমগঞ্জের ওসি মীর জাহেদুল হক রনির নেতৃত্বে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে অস্ত্রসহ গ্রেফতার করেছে।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top