জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন 

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ মে ২০২২, ০২:২৯

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন 

নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি।

মঙ্গলবার (২৪ মে) দুপুরে তিনি পরিদর্শন করেন।এ বিষয়টি নিশ্চিত করেছেন ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বে থাকা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন বিষয়ক কমিশনার গোবিন্দ চাকমা। 

এ সময় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দলও জাতিসংঘের হাই কমিশনারের সঙ্গে ভাসানচরে আসেন। 

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমদাদুল হক জানান, ভাসানচরে রোহিঙ্গাদের যাবতীয় সুযোগ-সুবিধা বৃদ্ধি ও বর্তমান সেবার মান সরেজমিনে দেখার জন্য রোহিঙ্গাদের বিভিন্ন ক্লাস্টার ঘুরে দেখেছেন জাতিসংঘের শরনার্থী বিষয়ক হাই কমিশনার। বিকালে হাই কমিশনারসহ প্রতিনিধি দলের কর্মকর্তারা ঢাকার উদ্দেশে হেলিকপ্টার যোগে ভাসানচর ত্যাগ করেছেন। 

এনএফ৭১/এমএ/২০২২



বিষয়: নোয়াখালী


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top