• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


রাতের আঁধারে অর্ধশতাধিক সুপারি গাছ কর্তন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ জুন ২০২২, ০৮:৫২

রাতের আঁধারে অর্ধশতাধিক সুপারি গাছ কর্তন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় রাতের আঁধারে শহিদুল ইসলাম নামে এক ব্যক্তির অর্ধশতাধিক সুপারি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। শনিবার (২৫ জুন) সকালে পরিবারের সদস্যরা সুপারি গাছ কেটে ফেলার বিষয়টি জানতে পারেন।

এর আগে শুক্রবার দিবাগত রাতে কে বা কারা শহিদুল ইসলামের ৩২ শতক জমির পুকুর পাড়ে রোপণ করা সুপারির গাছের মধ্য থেকে ৫৮টি সুপারি গাছ কেটে ফেলে।

জানা যায়, কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের ফুলকুমার গ্রামে শহিদুল ইসলামের ৩২ শতক জমির পুকুর পাড়ে রোপণ করা সুপারির গাছের মধ্য ৫৮টি সুপারি গাছ রাতের আঁধারে কে বা কারা কেটে ফেলে। তবে স্থানীয় একজনের সঙ্গে পুকুরের জমি নিয়ে কিছুদিন ধরে বিরোধ চলে আসছে বলে জানিয়েছেন ভুক্তভোগী।

ভুক্তভোগী শহিদুল ইসলাম বলেন, আমার ক্ষতি করার উদ্দেশ্যে কে বা কারা রাতের আঁধারে সুপারি গাছগুলো কেটে ফেলেছে বুঝতে পাচ্ছি না। আজ (শনিবার) থানায় লিখিত অভিযোগ করেছি।

পাথরডুবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সবুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংশ্লিষ্ট ইউপি সদস্য সরেজমিনে ঘটনাস্থল দেখে এসেছেন।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ঘটনাটি লোকমুখে শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top