১৫৫ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড তেঁতুলিয়ায়
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ জুন ২০২২, ০৪:৩৫
পঞ্চগড়ে গত ২৪ ঘণ্টায় ১৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টিতে বিাভন্ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশপাশি নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
আবহাওয়া অফিসের তথ্য মতে, মঙ্গলবার (২৮ জুন) সকাল ৬টা থেকে বুধবার (২৯ জুন) সকাল ৬টা পর্যন্ত জেলার তেঁতুলিয়ায় ১৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জেলায় বৃষ্টিপাত এখনো অব্যাহত রয়েছে। টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে অনেক কৃষি জমি, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে বিপাকে পড়েছে সাধারণ মানুষ।
আবহাওয়া অফিস বলছে, টানা বৃষ্টিতে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ বলেন, এই সময়ে মৌসুমি বায়ু বেশি সময় ধরে সক্রিয় থাকছে। অপরদিকে বঙ্গোপসাগরের ওপরে জমে থাকা মেঘ দেশের উত্তরবঙ্গে ছড়িয়ে পড়ে হিমালয়ের কাছাকাছি এসে ভারী বৃষ্টিতে রূপ নিয়েছে। তাই এই বৃষ্টিপাত ভারত থেকে পঞ্চগড় জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। আরও কয়েকদিন এ জেলায় বৃষ্টিপাত অব্যাহত থাকবে।
এনএফ৭১/আরআর/২০২২
বিষয়: বৃষ্টিপাত
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।