দশ জেলায় করোনার সংক্রমণ সবচেয়ে বেশি

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২০, ১৮:৩২

নিজস্ব প্রতিবেদক:

কমেই বেড়ে চলেছে দেশে-বিদেশে করোনার প্রকোপ। করোনাকালীন চাকুরী হারিয়ে এখনো অনেক মানুষ দিশেহারা। দেশের বিভিন্ন এলাকায় কম-বেশি সংক্রমণ হলেও সবচেয়ে বেশি সংক্রমণ হচ্ছে ঢাকায়। এখানে মৃত্যুহারও বেশী এবং প্রতিদিন প্রায় গড়ে দেড় হাজারেরও বেশি মানুষ কোভিড-১৯-এ আক্রান্ত।

তবে করোনা প্রতিরোধ এবং এ-সংক্রান্ত স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে গঠিত কোভিড-১৯ ব্যবস্থাপনা গ্রুপের বৈঠকে উঠে আসা তথ্য বলছে, ঢাকা মহানগরীসহ দেশের ১০ জেলায় করোনার প্রকোপ এখন সবচেয়ে বেশি।

এর পরের অবস্থানে আছে- চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, বগুড়া, গাজীপুর, বরিশাল, কুমিল্লা, সিলেট, রংপুর ও দিনাজপুর।

জানা যায়, দেশে শিল্পসংশ্লিষ্ট কারখানাগুলোর বড় একটি অংশ এ ১০ জেলাকে কেন্দ্র করে গড়ে ওঠার কারণে এসব জেলার শ্রমিকরা নিম্নবিত্তরা অল্প জায়গায় অনেকে বসবাস করছেন। যার ফলে এসব এলাকায় করোনা সংক্রমনের হারও অনেক বেশি।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, যেসব জেলা দেশের সড়ক যোগাযোগের জন্য আঞ্চলিক কেন্দ্রস্থল হিসেবে কাজ করছে, সেগুলোতেও করোনা সংক্রমণের হার অনেক বেশি।

সংশ্লিষ্টরা জানান, প্রথমদিকে যেসব করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়েছে তার বেশির ভাগই বিভিন্ন শ্রমঘন শিল্পে কাজ করা মানুষজন। দেশের শিল্পঘন অঞ্চলগুলোতেই করোনা সংক্রমণের হার তুলনামূলক অন্যান্য স্থানের তুলনায় বেশি।

মহামারি করোনা ভাইরাসে শুক্রবার পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা ৬ হাজার ৯৮৬ জন। এছাড়া করোনাভাইরাস মোট শনাক্ত হয়েছে ৪ লাখ ৮৭ হাজার ৮৪৯ জনের দেহে।

প্রসঙ্গত, কোভিড-১৯ আক্রান্তদের সেবা ও অন্যান্য সুবিধা দেখভালের জন্য অর্ধশতাধিক কমিটি গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এসব কমিটির সাম্প্রতিক বৈঠকেই সর্বোচ্চ আক্রান্তের ১০ জেলার তথ্য উঠে আসে। বৈঠকে করোনা সংক্রমণের প্রকোপ নিয়ন্ত্রণের লক্ষ্যে ব্যাপক সমন্বিত কার্যক্রম গ্রহণের সুপারিশ করা হয়।

এনএফ৭১/এবিআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top