পাবনায় আ’লীগ নেতাকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২০, ১৩:২০

পাবনা থেকে:

আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে পাবনা শহরের অনন্ত মোড় এলাকায় ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষ।

নিহত বকুল শেখ (৩২) পাবনা সদর উপজেলার দক্ষিণ রামচন্দ্রপুর এলাকার দুলাল শেখের ছেলে ও দোগাছি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও একই ওয়ার্ডের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

রোববার (১৩ ডিসেম্বর) সকালে শহরের অনন্ত মোড় থেকে বিক্ষোভ মিছিল বেড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনের সড়কে প্রতিবাদ সমাবেশ করেন বিক্ষোভকারীরা।

সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আহাদ বাবু, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, দোগাছী ইউনিয়নের চেয়ারম্যান আলী হাসান প্রমুখ। বক্তারা বকুল শেখ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।

পাবনার পুলিশ সুপর শেখ রফিকুল ইসলাম বলেন, ঘটনার পর থেকেই ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় এখনো কোন মামলা দায়ের হয়নি। হত্যায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

এনএফ৭১/জেএস/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top