বৃষ্টিপাতের পূর্বাভাস, কমবে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ জুলাই ২০২২, ০৪:৪০

বৃষ্টিপাতের পূর্বাভাস, কমবে তাপমাত্রা

শ্রাবণের তাপপ্রবাহে অতিষ্ঠ মানুষের জন্য সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ২৪ ঘণ্টায় দেশের অনেক এলাকায় ঝরবে বৃষ্টি। এতে তাপমাত্রা সামান্য হলেও কমবে।

বুধবার (২০ জুলাই) সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, বুধবার (২০ জুলাই) রাজশাহী ও খুলনা বিভাগ বাদ দিয়ে দেশের অন্য ছয় বিভাগের অধিকাংশ জায়গায় মাঝারি থেকে হালকা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া রাজধানী ও এর আশপাশের এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। এই বৃষ্টিতে তাপমাত্রা সামান্য কমতে পারে। ঢাকার আশপাশে অবশ্য কয়েক দিন ধরেই বৃষ্টি হচ্ছে। সেই তুলনায় রাজধানীতে বৃষ্টি কম




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top