জোয়ারের পানিতে নিঝুমদ্বীপের নিম্নাঞ্চল প্লাবিত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ আগষ্ট ২০২২, ২৩:৪২

জোয়ারের পানিতে নিঝুমদ্বীপের নিম্নাঞ্চল প্লাবিত

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপের নিম্নাঞ্চল জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে।

শুক্রবার (১২ আগস্ট) সকালে অস্বাভাবিক জোয়ারে পানি ঢুকে পড়ে নিঝুমদ্বীপের প্রতিটি ওয়ার্ডে। প্রধান সড়কগুলো ৩ থেকে ৪ ফুট পানির নিচে তলিয়ে গেছে। এতে ওই সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করছে সাধারণ মানুষ। এ ছাড়া কোথাও কোথাও যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে।

পূর্ণিমার কারণে সৃষ্ট এ জোয়ারে নিঝুমদ্বীপ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রধান সড়ক, বাজারগুলো প্লাবিত হয়েছে। ফলে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। পানি ঢুকে পড়েছে বাড়িগুলোতে। বেড়িবাঁধ না থাকায় সহজে জোয়ারের পানি ডুকে প্লাবিত হয় নিঝুমদ্বীপ। জোয়ারে আমন ধানের ব্যাপক ক্ষতির শঙ্কা করছে স্থানীয়রা।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top