তিস্তায় ধরা পড়ল বিশাল বাঘা আইড়

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২২, ০৪:৫৩

তিস্তায় ধরা পড়ল বিশাল বাঘা আইড়

তিস্তা নদীতে এক জেলের বড়শিতে ৯২ কেজি ওজনের বিশাল এক বাঘা আইড় মাছ ধরা পড়েছে। পরে মাছটি বিক্রির জন্য আনা হয় নীলফামারী শহরের বড় বাজারের মাছের আড়তে। সেখানে মাছটি কেটে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ীরা। প্রতি কেজির দাম ধরা হয়েছে ১৫০০ টাকা।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে তিস্তায় জালাল উদ্দিন নামে এক জেলের বরশিতে মাছটি ধরা পড়ে।

এদিকে বড় বাঘাইর মাছের খবর শুনে সেখানে ভিড় জমিয়েছে সাধারণ মানুষ। অনেকেই মাছটির সঙ্গে ছবিও তুলছেন। আবার অনেকেই মাছ কেনার জন্য দিচ্ছেন নামের তালিকা। বেশি দামের কারণে মাছ কিনতে না পারলেও দেখেই তৃপ্ত বলছেন অনেকে।

তিস্তা নদী এলাকার বাসিন্দা আব্দুস সবুর বলেন, মাছটি জালাল উদ্দিন নামের এক জেলের বড়শিতে মাছটি ধরা পরে। পরে তিনি কেলাসু নামে এক মাছ ব্যবসায়ীর কাছে ১ লাখ ১০ হাজার টাকা দিয়ে বিক্রি করেন। তিস্তায় এত বড় মাছ পাওয়ায় আমরা নদী পারের মানুষ অনেক খুশি। আর নদীতে এতো সহজে এই রকম বড় মাছ পাওয়া যায়নি কখনও।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top