বছরের সবচেয়ে ছোট দিন আজ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২০, ২১:০৩

মঙ্গলবার (২২ ডিসেম্বর) বছরের সবচেয়ে ছোট দিন আজ। গতরাত ছিলো বছরের দীর্ঘতম রাত। উত্তর গোলার্ধের দেশগুলোতে বছরের সবচেয়ে ছোট দিন ও দক্ষিণ গোলার্ধে হবে দীর্ঘতম দিন।

২১ ডিসেম্বর সূর্য মকরক্রান্তি রেখার ওপর অবস্থান করায় এবং উত্তর মেরু সূর্য থেকে কিছুটা দূরে হেলে থাকায় উত্তর গোলার্ধে দীর্ঘতম রাত ও পরদিন ক্ষুদ্রতম দিন হয়ে থাকে।

অন্যদিকে, বিপরীত অবস্থা থাকবে পৃথিবীর দক্ষিণ গোলার্ধে। সেখানে একই সময় হবে দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত।

এরপর থেকে দিন আস্তে আস্তে ছোট হতে থাকে আর রাত বড় হতে থাকে। অবশেষে ২৩ সেপ্টেম্বর সূর্য আবার যখন বিষুব বৃত্তের বিন্দুতে অবস্থান নেয় তখন পুনরায় পৃথিবীর সর্বত্র দিন-রাত সমান হয়ে থাকে। এর পর থেকেই উত্তর গোলার্ধে ক্রমশ রাত বড় হতে হতে সূর্য পৌঁছে যায় ক্রান্তি বৃত্তের দক্ষিণ অয়নায়ন বিন্দুতে।

এনএফ৭১/জেএস/২০২০




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top