লক্ষ্মীপুরে প্রতিশ্রুতির ৭ দফা বাস্তবায়নের দাবীতে গনঅনশন
লক্ষীপুর থেকে | প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২২, ১০:৫৮
সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধসহ সরকারের ৭ দফা নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবীতে লক্ষ্মীপুরে সকাল সন্ধ্যা গনঅনশন কর্মসূচী পালন করছে জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ।
শনিবার (২২ অক্টোবর) সকাল ৮টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে সকাল থেকে সন্ধ্যা পযর্ন্ত এই কর্মসূচী পালন করবে গনঅনশনকারীরা। গনঅনশন কর্মসূচীতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক গৌতম মজুমদার, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি এড. শৈবাল কান্তি সাহা, সাধারণ সম্পাদক স্বপন দেবনাথ, জেলা পূজা পরিষদের সভাপতি শংকর মজুমদার, সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র নাথ। এসময় বক্তারা ২০১৮ সালের নির্বাচনে সংখ্যালগু সম্প্রদায়ের প্রতি সরকারের দেওয়া ৭ দফা প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানান।
প্রতিশ্রুতি সমূহ- ১. সংখ্যালঘু সুরক্ষা আইন ২. বৈষম্য বিলোপ আইন ৩. দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন ৪. জাতীয় সংখ্যালগু কমিশন গঠন ৫. অর্পিত সম্পত্তি প্রর্ত্যাপন আইন বাস্তবায়ন ৬. পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য ভুমি কমিশন আইন ৭. সমতলের আধিবাসীদের জন্য পৃথক ভুমি কমিশন গঠন।
এনএফ৭১/আরআর/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।