চাঁপাইনবাবগঞ্জে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ
চাঁপাইনবাবগঞ্জ থেকে | প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২০, ০০:০০
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ২ হাজার ১৬০টি হতদরিদ্র শীতার্ত পরিবারের মাঝে কম্বল, চাল, ডাল, তেল ও লবণসহ বিভিন্ন প্রকার শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এছাড়া উপজেলার মনাকষা ইউনিয়নের রাণীনগর হঠাৎপাড়ায় আবদুস সালামের বসতবাড়ি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হওয়ায় ১০ বান্ডিল ঢেউটিন, নগদ ৩৪ হাজার ৫'শ টাকা ও কম্বল প্রদান করা হয়েছে।
শনিবার (২৬ ডিসেম্বর) সকালে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও জেলা পরিষদের যৌথ উদ্যোগে শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এসব কম্বল, শুকনো খাবার, ঢেউটিন ও নগদ অর্থ তুলে দেন সাংসদ ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
তখন সেখানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ পৌর মেয়র এআরএম আজরি মোহাম্মদ কারিবুল হক রাজিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলামসহ সরকারি কর্মকর্তা এবং স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দগন।
এ সময় সাংসদ ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায়-দুস্থ শীতার্ত পরিবারের পাশে রয়েছে। পর্যাপ্ত শীতবস্ত্র মজুদ রয়েছে। শিগরীই ছিন্নমুল মানুষের কাছে শীতবস্ত্র পৌঁছে দেয়া হবে।
এনএফ৭১/জেএস/২০২০
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।