বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

সড়ক দুর্ঘটনায় ববি ছাত্রের মৃত্যু: মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ৯ নভেম্বর ২০২২, ১০:৩৯

সড়ক দুর্ঘটনায় ববি ছাত্রের মৃত্যু: মহাসড়ক অবরোধ

ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরে ভাঙ্গার মাধবপুরে নিয়ন্ত্রণ হারানো বাসের ধাক্কায় বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হওয়ার ঘটনায় বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। নিহত ওই শিক্ষার্থীর নাম ইসমাঈল ইমন। তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

মঙ্গলবার সন্ধ্যায় বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।

নিহতের সহপাঠীরা জানান, শনিবার রাতে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে আসছিলেন ইমন। পথে ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গার মাধবপুর নামক স্থানে সাকুরা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হলে পরবর্তীতে তাকে ঢাকার কল্যাণপুর বাংলাদেশ স্পেশালাইজড হাসটাতালে ভর্তি করা হয়।

মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় ওই হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইমন।

তার মৃত্যুর খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। এ সময় সড়কের দুই পাশে শত শত পরিবহন আটকা পরে। এতে ভোগান্তিতে পড়েন বরিশাল-কুয়াকাটা মহাসড়কের যাত্রীরা। বিকল্প পথ না থাকায় অনেক যাত্রী বাস থেকে নেমে কয়েক কিলোমিটার পাড়ি দিয়েছেন।

শিক্ষার্থীরা ইমনের মৃত্যুর ঘটনায় পাঁচ দফা দাবি নিয়ে বিক্ষোভ করেন।

বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানিয়েছেন, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top