বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে গোলাগুলি
নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২২, ১৩:৪২

বান্দরবানের নাইক্ষংছড়ির তুমব্রু সীমান্তে র্যাবের সঙ্গে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গ্রুপের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় র্যাবের এক সদস্য আহত হয়েছেন।
সোমবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি সীমান্তের নো ম্যান্স ল্যান্ড (শূন্যরেখা) এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।
স্থানীয় ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের নো ম্যান্স ল্যান্ড এ অভিযানে যায় র্যাব-১৫ এর একটি টিম। এসময় মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গ্রুপ আল ইয়াকিন র্যাবের ওপর অতর্কিতভাবে হামলা করলে উভয়পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।
এসময় আল ইয়াকিন গ্রুপের হামলায় র্যাব-১৫ এর এক সদস্য আহত হন। ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
স্থানীয় একজন জনপ্রতিনিধি জানান, আহত র্যাব সদস্যকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।