বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

আর্জেন্টিনার পতাকার রঙে বাড়ি রাঙালেন কৃষক

নিশি রহমান | প্রকাশিত: ২১ নভেম্বর ২০২২, ০৭:৩০

আর্জেন্টিনার পতাকায় কৃষকের বাড়ি

যশোরের চৌগাছা উপজেলার কমলাপুর পূর্বপাড়া গ্রামের কৃষক সোনা মিয়া। আর্জেন্টিনা দলের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে নিজের বাড়ি ও প্রাচীর রাঙিয়েছেন দলটির পতাকার রঙে। 

ছোট বেলা থেকেই সোনা মিয়া  আর্জেন্টিনার সাপোর্টার। ২০০২ বিশ্বকাপের সময় থেকে নিজের বাড়িতে ওড়ান আর্জেন্টিনার পতাকা। এবার নিজের বাড়ি রাঙিয়েছেন আর্জেন্টিনার রঙে।

গত শনিবার সোনামিয়ার বাড়িতে গিয়ে দেখা যায়, একতলা বাড়ির প্রবেশ পথ, প্রাচীর এমনকি রান্নাঘর ও টয়লেট সবই আর্জেন্টিনার পতাকার রঙে রং করেছেন। বাড়ির প্রবেশ গেটের উপরে আর্জেন্টিনা ফুটবল টিমের ছবিসহ প্যানা টাঙিয়েছেন। পাশে রয়েছে বাংলাদেশের লাল সবুজ পাতাকা। সেইসঙ্গে বাঁশের সঙ্গে উড়ছে আর্জেন্টিনার পতাকা।

সোনা মিয়া বলেন, সামর্থ্য থাকলে কাতারে গিয়ে আর্জেন্টিনার একটি ম্যাচ দেখে আসতাম। সামর্থ্য নাই তাই নিজের বাড়ি আর্জেন্টিনার পতাকার রঙে রাঙিয়ে খেলা দেখার শখটা মেটাচ্ছি। দীর্ঘ দিন বিশ্বকাপ না জিতলেও আর্জেন্টিনা এবার বিশ্বকাপ জিতবে বলে আশা করছি।

 

 

 

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top