ইসরাইলপন্থী গোষ্ঠী ইলহামকে নির্বাচনে হারাতে ৩৫ লাখ ডলার ব্যায় করেছে
নিশি রহমান | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২২, ০৪:১২

ইলহাম ওমর ২০১৯ সাল থেকে মিনেসোটার পঞ্চম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে প্রতিনিধিত্ব করে আসছেন।
ইহুদি ইনসাইডার এক প্রতিবেদনে জানায়, মিনেসোটা প্রাইমারির মাত্র কয়েকদিন আগে ইউনাইটেড ডেমোক্রেসি প্রজেক্ট সুপার পিএসসি আমেরিকান ইসরাইল পাবলিক অ্যাফেয়ার্স কমিটির (আইপ্যাক) সাথে যুক্ত হয়ে ইলহাম ওমরকে হারাতে ‘মেক এ ডিফারেন্স এমএন-০৫ নামে একটি নতুন সুপার পিএসি-তে অর্থ পাঠিয়েছিল। কিন্তু তাদের এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। তারা ইলহামকে হারাতে পারেনি।
কংগ্রেসওমেন ইলহাম ওমরকে নির্বাচনে হারাতে একটি ইসরাইলপন্থী গোষ্ঠী ৩৫ লাখ মার্কিন ডলার ব্যায় করেছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।