আয়াত হত্যায় ৩ দিনের রিমান্ডে আবিরের পরিবার
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২২, ০৩:৫৪

চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলার আসামি আবির আলীর মা-বাবা ও বোনকে তিনদিনের রিমান্ডে নেয়া হয়েছে। আজ মঙ্গলবার চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবদুল হালিম শুনানি শেষে এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই কর্মকর্তা মনোজ দে। তিনি বলেন, শিশু আলিনা ইসলাম আয়াত হত্যাকাণ্ডে দ্বিতীয় দফা রিমান্ডে থাকা আবির আলীর বাবা-মা ও বোনকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে।
আজ তাদের আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে আবির আলির বাবা আজহারুল ইসলাম ও মা আলো বেগমকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এছাড়া তার বোনকে ভিকটিম সাপোর্ট সেন্টারে প্রভেশন অফিসারের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে।
এর আগে শিশু আয়াতকে অপহরণের পর হত্যা করে ৬ খণ্ড করায় অভিযুক্ত আবির আলীর প্রথমে দুই দিন এবং পরে আবার ৭ দিনের রিমান্ড দেন আদালত।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।