খাগড়াছড়িতে প্রবাসীর গলাকাটা লাশ উদ্ধার
নিশি রহমান | প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২২, ০৪:৩১

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার সেমুতাং গ্যাসফিল্ড এলাকায় নিজ বাড়ির শয়নকক্ষ থেকে মো. সাজ্জাদ হোসেন নামের এক প্রবাসীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
মানিকছড়ি থানার ওসি মো. শাহনূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,গত শনিবার মধ্যরাতে ঘরে ঢুকে কাতার প্রবাসী মো. সাজ্জাদ হোসেনকে কে বা কারা গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ রাতেই লাশ উদ্ধার করে। বিষয়টির রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে প্রেরণসহ পরবর্তী আইনি কার্যক্রম চলছে।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি ও জনপ্রতিনিধি বলেন, তাকে পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা খুন করেছে।ইউপি চেয়ারম্যান ক্যয়জরী মহাজন বলেন, ঘটনা রহস্যাবৃত! কারন সাইডদেয়াল করা ঘরে আপন দুই ভাইসহ ৩ জন রাত্রীযাপন করত। ঘটনার সময় একভাই দোকানে মোবাইলে রিচার্জ করতে যায় এবং অপর ব্যক্তি (খালাত ভাই) খাবার আনতে যায়। ঐসময় নিজ শয়নকক্ষে সাজ্জাদকে জবাই করে হত্যা করা হয়েছে! বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।