বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

শীতে কাঁপছে দেশের দক্ষিণ-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গা; সর্বনিম্ন তাপমাত্রা ৯.৪ ডিগ্রী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২২, ০৯:৪০

শীতে কাঁপছে দেশের দক্ষিণ-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গা; সর্বনিম্ন তাপমাত্রা ৯.৪ ডিগ্রী

শীতে কাঁপছে দেশের দক্ষিণ-প্রশ্চিমের জেলা চুয়াডাঙ্গা। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এ জেলাতে ৯.৪ ডিগ্রী সেলসিয়াস।

শুক্রবার (১৬ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হ‌য়ে‌ছে এ জেলায়। শীতের তীব্রতায় এ জেলার দরিদ্র খেটে খাওয়া মানুষেরা দারুন কষ্টে পড়েছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের দেয়া তথ্য মতে, আজ শুক্রবার ‌দে‌শের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশ‌মিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়। এর আ‌গে গতকাল বৃহস্পতিবারও ( ১৫ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছি‌লো চুয়াডাঙ্গায়। দি‌নে সূ‌র্যের তাপমাত্রা কম থাকার ফ‌লে সারা‌দিনই শী‌তের অনুভূ‌তি পাওয়া যা‌চ্ছে। সন্ধ্যার পর থেকেই রাত বাড়ার সা‌থে পাল্লা‌দি‌য়ে বাড়‌ছে শীতের তীব্রতা। ভোরের দিকে শীতের তীব্রতা আরো বেশী। সাথে কুয়াশা পড়ছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ মোঃ রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, আগামীদিনে এ জেলার তাপমাত্রা আরো কমতে পারে। সেই সাথে চলতি ডিসেম্বর মাস জুড়েই শীতের তীব্রতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন তি‌নি। 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top