বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

দোয়ারাবাজারে ইউপি পরিত্যক্ত ভবন এখন ডাস্টবিন

সুনামগঞ্জ থেকে | প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২২, ০৮:১৫

দোয়ারাবাজারে ইউপি পরিত্যক্ত ভবন এখন ডাস্টবিন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা ১নং বাংলাবাজার ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত ভবন ডাস্টবিনে পরিণত হয়েছে। ময়লা আর দুর্গন্ধময় পরিবেশে অতিষ্ঠ হয়ে উঠেছে বাজারের ব্যবসায়ীগণ।

চারিদিকে ছড়ানো-ছিটানো পঁচা ও নোংরা আবর্জনার স্তুপ, প্রসাব আর আবর্জনার গন্ধে দূষিত হচ্ছে পরিবেশ ও আশেপাশের এলাকা, এমন নোংরা ও দুর্গন্ধময় অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা করতে গিয়ে স্বাস্থ্যঝুকিতে পড়েছে আশেপাশের  ব্যবসায়ীরা। দেখে বোঝার উপায় নেই এটি কোন ডাস্টবিন নাকি সরকারি ভবন।

বাংলাবাজার ইউনিয়নের প্রাণকেন্দ্রে ইউনিয়ন পরিষদের পরিত্যাক্ত ভবন ও আশপাশ এলাকায় এমন দুর্গন্ধময় পরিবেশ বিরাজ করছে।  ভবনটি অপসারণ কিংবা পরিচ্ছন্নতার ব্যাপারে কারোর মাথা-ব্যাথা কিংবা এগুলো দেখার যেনো কেউ নাই!

ইউনিয়ন পরিষদের এরিয়ার মধ্যে দু’টি ভবন। যার একটি হচ্ছে নতুন দ্বিতল ভবন, আরেকটি রয়েছে একতল বিশিষ্ট পুরাতন ভবন। পুরাতন ভবনটি ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়ায় কর্তৃপক্ষ অনেক আগেই পরিত্যক্ত ঘোষণা করেছে। কিন্তু ভবনটি অপসারণ না করায়, ডাস্টবিন হিসেবে ব্যবহার করছে বাজারের লোকজন।

বাজারের লোকজন তা এখন ডাস্টবিন হিসেবে ব্যবহার করছে। পরিত্যক্ত ভবনের চারিদিকে ময়লা-আবর্জনার স্তুপ তৈরি হয়েছে। দূষিত বাতাস আর দুর্গন্ধময় পরিবেশে অতিষ্ঠ হয়ে উঠেছে আশপাশের ব্যবসায়ী ও পথচারী মানুষ।

 

আরও পড়ুন: রাষ্ট্রপতি কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

 

ভবনের সামনের ব্যবসায়ী আব্বাস উদ্দিন বলেন, ময়লা-আবর্জনা ও দুর্গন্ধময় পরিবেশের কারণে  ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে উঠছে।

ব্যবসায়ী রাসেল  বলেন, পরিত্যক্ত ভবনে অনেকেই এখন প্রসাব করে পরিবেশ নষ্ট করছে। এখানকার নোংরা পরিবেশের কারনে আমরা স্বাস্থ্যঝুঁকিতে রয়েছি।

বাংলাবাজার ইউপি চেয়ারম্যান শেখ আবুল হোছাইন  জানান, কিছুদিন আগে পরিস্কার করা হয়েছিল জনগণের সচেতন না থাকায় আবারো  ময়লা-আবর্জনা ফেলে দুর্গন্ধময় করেছেন খুব শ্রীঘ্রই পরিষ্কারের ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে  চেয়ারম্যানের সাথে আলোচনা করে  প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জনিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকা।

এনএফ৭১/আরআর/২০২২



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top