মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

আগৈলঝাড়ায় সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৪

নিশি রহমান | প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২২, ০৬:০৭

আগৈলঝাড়া থানা

বরিশালের আগৈলঝাড়ায় পৃথক স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত চার পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাতে উপজেলার নিজ নিজ গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। 

আগৈলঝাড়া থানার পরিদর্শক মাজহারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার সোমাইরপাড় গ্রামের আবুল হোসেন বক্তিয়ারের ছেলে মনির বক্তিয়ারকে সহকারী উপপরিদর্শক সুব্রত অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত মনিরের বিরুদ্ধে আদালত চেক প্রতারণা মামলায় ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ১০লাখ ১৫হাজার ৭শ টাকা জরিমানার রায় প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই মনির পলাতক ছিল।

অন্যদিকে একই রাতে উপপরিদর্শক মনিরুজ্জামান অভিযান চালিয়ে সিআর ৪৬৬/২২ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মৃত বিনোদ মন্ডলের ছেলে সমীর মন্ডল, সহকারী উপপরিদর্শক খায়রুল ইসলাম রাংতা গ্রামে অভিযান চালিয়ে সিআর ৪৬৫/২২ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হামেদ মোল্লার ছেলে মোহম্মদ মোল্লা এবং বাশাইল গ্রাম থেকে জিআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মজিবর ঘরামীকে সহকারী উপপরিদর্শক সোহাগ হোসেন গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top