গাইবান্ধায় ৪০ বর-যাত্রীসহ নৌকাডুবি, ১ শিশু নিখোঁজ
নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২২, ০৭:০৯
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালুরটেক (গাবগাছি) এলাকায় ব্রহ্মপুত্র নদে বরসহ ৪০ যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে ৩৯ জন নদীর পাড়ে উঠতে সমর্থ হলেও মোহনী আক্তার (১১) নামে এক শিশু নিখোঁজ রয়েছে।
মোহনী আক্তার গাইবান্ধা সদর উপজেলার মধ্যপাড়া এলাকার মৃত মোহাম্মদ আলীর মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে নিখোঁজ শিশুর সন্ধানে কাজ শুরু করেছে রংপুর থেকে আগত ডুবুরি দল।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী জানান, বুধবার (২৮ ডিসেম্বর) গাইবান্ধা শহরের মধ্যপাড়া এলাকার হাবলু মিয়ার ছেলে মানিক মিয়া ফুলছড়ির আদর্শ গ্রামের খট্টু মিয়ার মেয়ে রাশেদা আক্তারকে বিয়ে করতে যান। বিয়ে শেষে বরসহ ৪০ জন এক নৌকায় করে রাত ৮টার দিকে সাঘাটা উপজেলার একটি নৌঘাটে ফিরছিলেন। ফেরার পথে ঘন কুয়াশার কারণে ফুলছড়ির বালুরটেক (গাবগাছি) এলাকায় অপর একটি নৌকা ধাক্কা দিলে বর-যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা যাত্রীরা নদীর তীরে উঠতে পারলেও শিশু মোহনী আক্তার তলিয়ে যায়।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।