মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

নিশি রহমান | প্রকাশিত: ১ জানুয়ারী ২০২৩, ২৩:৪২

সড়ক দুর্ঘটনা

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় মোমিন  নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। গতকাল রাত সাড়ে ৮ টার দিকে বন্দর থানাধীন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোমিন মধ্যম হালিশহর আনন্দবাজার এলাকার আবদুর রবের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির তদারক কর্মকর্তা পাঁচলাইশ থানার পরিদর্শক সাদিকুর রহমান জানান, আনন্দবাজার থেকে সি-বিচ যাওয়ার রাস্তার মুখে মোটরসাইকেল ব্রেক কষলে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে । এতে মোমিন আহত হলে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোমিন। মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top