মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

দিনাজপুরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিশি রহমান | প্রকাশিত: ৩ জানুয়ারী ২০২৩, ০১:৩৬

 ঝুলন্ত লাশ উদ্ধার

দিনাজপুরের খানসামায় একই রশিতে ঝুলন্ত অবস্থায় রবিউল ইসলাম ও তার স্ত্রী শামসুন নাহারের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ভাবকী ইউনিয়নের মারগাঁও গ্রামের নিজ বাড়ির শয়নকক্ষ থেকে গত রোববার ওই দম্পতির লাশ উদ্ধার করা হয়।

রবিউল ইসলাম মারগাঁও গ্রামের আব্দুর রহিমের ছেলে ও রবিউলের স্ত্রী শামসুন নাহার আফাজ মেম্বার পাড়ার সমশের আলীর মেয়ে।

স্থানীয়রা বলছে, গত ১৫ থেকে ১৬ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় রবিউল ও সামছুন নাহারের। গতকাল সকালে রবিউল ও সামছুন দম্পতির শয়ন কক্ষে দীর্ঘক্ষণ বাচ্চার কান্না শুনতে পায় স্থানীয়রা। সন্দেহ হলে ঘরে ঢুকে ঝুলন্ত অবস্থায় রবিউল ও সামছুন নাহারের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

আরও পড়ুন: রাজধানীর মিরপুরে নারীর গলাকাটা লাশ উদ্ধার

বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার ওসি চিত্ত রঞ্জন বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মরদেহ দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতিও চলছে।

এদিকে, ৭ বছর আগে আরও একবার দ্বন্দ্বে জড়িয়ে পড়ে এই দম্পতি। পরে বিষপান করে রবিউল ও তার ছেলে। রবিউল চিকিৎসা নিয়ে বেঁচে ফিরলেও মৃত্যু হয় তাদের ছেলের। গত ৯ মাস আগে একটি কন্যা সন্তানের জন্ম দেন সামছুন নাহার। সম্পাদনা: রায়হান রাজীব



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top