সিলেটে অগ্নিকাণ্ডে ৬০ লাখ টাকার ক্ষতি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২৩, ০৫:০৬

সিলেটে অগ্নিকাণ্ড

সিলেটের কাজিরবাজারে ভয়াবহ আগুন লেগেছে। এতে প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা ভুক্তভোগীদের।

মঙ্গলবার রাত ৩টার দিকে পূর্ব কাজিরবাজারে এ ঘটনা ঘটে। তবে বুধবার ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

আরও পড়ুন : তুরস্কের সঙ্গে বুলগেরিয়ার ১৩ বছরের গ্যাসচুক্তি

সিলেট তালতলা ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা বেলাল আহমদ বলেন, গভীর রাতে পূর্ব কাজিরবাজার অগ্রণী ব্যাংকের বিপরীত পাশে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। মুহূর্তেই হানিফ মিয়ার দোকানসহ কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে আগুন। এর মধ্যে বস্তার গুদামও ছিল। আগুনে প্লাস্টিকের দরজা, জানালা, গুদামজাত পাটের বস্তা, প্লাস্টিকের বস্তাসহ বেশকিছু মালামাল পুড়ে যায়।

টানা দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top