ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়ার ফেরি চলাচল বন্ধ

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ৮ জানুয়ারী ২০২৩, ০০:২৬

 দৌলতদিয়া-পাটুরিয়ার ফেরি

সকাল থেকে ঘন কুয়াশা থাকায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ৪ ঘন্টা ধরে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রী ও যানবাহন নিয়ে তিনটি ফেরি পদ্মা নদীর মাঝে আটকা পড়েছে।

আরও পড়ুন: বাইডেনের প্রতিরক্ষা উপদেষ্টা আজ ঢাকায় আসছেন

শনিবার (৭ জানুয়ারি) সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘন কুয়াশার কারণে শনিবার সকাল সাড়ে ৭টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কেটে গেলে আবারও ফেরি চলাচল শুরু হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top