শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

মেহেরপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

নিশি রহমান | প্রকাশিত: ৮ জানুয়ারী ২০২৩, ০০:৩৮

ছবি: সংগৃহীত

মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামে রিতা খাতুন নামের এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী জাকারুলের বিরুদ্ধে। রিতা খাতুন মেহেরপুর মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের জাকারুল ইসলামের স্ত্রী ও দুই সন্তানের জননী।

আরও পড়ুন: হবিগঞ্জে ট্রাক-পিকআপ-মাইক্রোর ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৫

পুলিশ ও স্থানীয়রা জানান, গত ১ জানুয়ারী রাতে কথা কাটাকাটির জোর ধরে জাকিরুল কাঠ দিয়ে তার স্ত্রী রিতা খাতুনের মাথায় আঘাত করে। এ সময় রিতার চিৎকারে স্থানীয় গ্রামবাসি জাকিরুলে বাড়ি থেকে তাকে উদ্ধার করে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা হলি ফ্যামিলি হাসপাতালে রেফার করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে তার মৃত্যু হয়। আজ শনিবার সকালে তার মরদেহ মুজিবনগর এসে পৌঁছেছে।

মুজিবনগর থানার ওসি মেহেদি রাসেল জানান, রিতার পরিবারের পক্ষ থেকে জাকারুল বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৩, তারিখ-০৭-০১-২৩।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top