কাদার মধ্যে লুকানো ছিল প্রায় সাড়ে ৩ কেজি সোনা

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২৩, ১৩:০১

বিজিবি

ভারতে পাচারের সময় বেনাপোল-দৌলতপুর সীমান্ত থেকে ৩ কেজি ৩৫৩ গ্রাম স্বর্ণ আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৬০ লাখ ৮৬ হাজার ৩৪০ টাকা।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে স্বর্ণের চালানটি আটক করা হয়। এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি। সীমান্তের ইছামতী নদীর পারে কাদার মধ্যে স্বর্ণের বারগুলো পলিথিনের ব্যাগের ভেতর স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় লুকানো ছিল।

আরও পড়ুন: বঙ্গবন্ধুকে ছাড়া স্বাধীনতা অধরা ছিল

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানভীর রহমান (পিএসসি, ইঞ্জিনিয়ার্স) জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের কামারবাড়ী নামক স্থানে ইছামতী নদীর পারে কাদার মধ্যে তিনটি বড় ও তিনটি ছোটসহ মোট ছয়টি স্বর্ণের বার পলিথিনের ব্যাগের ভেতর স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয়। ওই স্বর্ণের বারগুলো বাংলাদেশ থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে লুকানো অবস্থায় মাটিতে পুঁতে রাখা হয়েছিল। যার ওজন তিন কেজি ৩৫৩ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণ বাংলাদেশ ব্যাংকের ট্রেজারি শাখায় জমা করা হবে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top