শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে একই পরিবারের ৫ জন নিহত

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২৩, ২২:৪৫

রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ড

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে একই পরিবারের ৫ জনের মৃত্যু হয়েছে। আর দগ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার ভোররাতে উপজেলার ৫ নম্বর ইউনিয়নের মহাজনপাড়া গ্রামের একটি টিনশেড সেমিপাকা ঘরে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: ‘সীতা রামম’ ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে: ম্রুণাল ঠাকুর

রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের ইনচার্জ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রান্না ঘরের চুলা থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আজ ভোর রাত ২টা ১০ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি গাড়ি ঘটনাস্থলে যায়। যখন আগুন লাগে, তখন পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। ঘটনাস্থলে পৌঁছে আমরা প্রথমেই দরজা ভেঙে একজনকে জীবিত উদ্ধার করি। ওই বাসায় পাঁচটি বেডরুম থাকায় কোন রুমে কে শুয়ে ছিলেন, সেটা শনাক্ত করা কঠিন ছিল। ভোর রাত ৪টায় আগুন নিয়ন্ত্রণে আসে।’

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top