মেহেদি রাঙা হাতে কি লেখা ছিল
সরিষাক্ষেত থেকে তরুণীর লাশ উদ্ধার, পরিচয় মেলেনি
রাজিউর রেহমান | প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২৩, ২৩:৫৫

বগুড়ার নন্দীগ্রামে কাথম বেড়াগাড়ী এলাকার সরিষাক্ষেত থেকে অজ্ঞাত তরুণীর (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরনে ছিল কালো রঙের বোরকা এবং বেগুনি রঙের ওড়না। তার মৃত্যু ঘিরে দানা বেঁধেছে রহস্য।
শুক্রবার দুপুর ১২টার দিকে ভাটগ্রাম ইউনিয়নের বেড়াগাড়ী পূর্ব মাঠের সরিষাক্ষেত থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তরুণীর হাতে মেহেদি দিয়ে ‘বি+এস’ লেখা ছিল।
আরও পড়ুন>>>হবিগঞ্জে স্কুলছাত্রীকে অপহরণের পর বন্ধুর বাসায় নিয়ে ধর্ষণ
স্থানীয়রা জানান, দুপুরে মাঠে কাজ করতে গিয়ে সরিষাক্ষেতে নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন আশপাশের লোকজন। এ খবর ছড়িয়ে পড়লে মরদেহ দেখতে বিভিন্ন গ্রামের মানুষ ছুটে আসে। কেউ তাকে হত্যা করে লাশ ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, অজ্ঞাত তরুণীর মরদেহ পড়ে থাকা রহস্যজনক। তবে মেয়েটিকে হত্যা করা হয়েছে কিনা তা ময়নাতদন্তের পর জানা যাবে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।