রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

৩২ বছর পর পরিবার খুঁজে পেলেন সুফিয়া

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২৩, ০৬:২১

৩২ বছর পর পরিবার খুঁজে পেলেন সুফিয়া

সুফিয়ার বয়স এখন ৩৮। ছয় বছর বয়সে হারিয়ে যাওয়ার পর প্রায় ৩২ বছর সে তার পরিবারকে খুঁজে পেয়েছে । সোমবার (২৩ জানুয়ারি) ঢাকাতে তার খোঁজ পাওয়া যায়।

সুফিয়ার বাড়ি শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার আলাওলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর জালালপুর বাস্তুফায়ার বাজার গ্রামে। তার বাবার নাম মৃত হামিদ ব্যাপারী ও মায়ের নাম মৃত আঞ্জুমারা বেগম।

ছয় বছর বয়সে ঢাকার একটি বাসা থেকে হারিয়ে যান সুফিয়া। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি তার পরিবার।

সুফিয়া বেগম গণমাধ্যমকে বলেন, আমরা চার বোন এক ভাই। আমার যখন পাঁচ বছর বয়স তখন মা মারা যান। মা মারা যাওয়ার পরপরই আমাদের বাড়ি নদীতে ভেঙে যায়। তখন আমরা ছোট তিন বোন আমাদের বড় বোনের শ্বশুর বাড়ি চলে যাই। এক বছর পর সেখান থেকে আমাদের চাচা সমিদ ব্যাপারী ঢাকাতে একটি বাসায় কাজে লাগিয়ে দেয়। ঢাকা যাওয়ার সময় যতটা মনে পরে আমরা লঞ্চে গিয়েছি। কিছুদিন পর চাচা জানায় আমার বাবাও মারা গেছেন।

তিনি আরও জানান, যে বাসায় কাজ করতাম তারা আমাকে বাড়িতে যেতে দেয়নি। আমি চাচাকে বলি আমি এখানে কাজ করব না। কিছুদিন পর চাচা আমাকে বাড়িতে নিয়ে যায়। কয়েকদিন পর গ্রামের মেম্বারের মেয়ে পারুল আক্তারের মোহাম্মদপুরের বাসায় আমাকে কাজের জন্য নিয়ে যায়। পারুলসহ তার পরিবার আমাকে খুব নির্যাতন করত। নির্যাতন সহ্য করতে না পেরে ওই বাসা থেকে পালিয়ে মোহাম্মদপুর কবরস্থানে ভিক্ষা করত এমন এক নারীর সঙ্গে চলে যাই। ওই নারী আমাকে একটি বাসায় কাজ দেয়। আর সেখানেই বড় হই। সেখান থেকে আর ফিরতে পারিনি। খোঁজ করতে থাকি পরিবারের। এগুলো এরশাদের আমলের কথা।

আরও পড়ুন: আলেশা মার্টের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সুফিয়া জানান, এক সময় ঢাকার বাসিন্দা আমিনুরের সঙ্গে বিয়ে হয় তার। সংসারে জীবনে তাদের এক ছেলে ও দুই মেয়ে। মুঠোফোনে আরজে কিবরিয়ার "আপন ঠিকানা" অনুষ্ঠানে মানুষের হারিয়ে যাওয়ার গল্প শোনেন তিনি। তখন সেই অনুষ্ঠানে যাওয়ার আগ্রহ দেখিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করেন। এরপর একদিন ডাক পেয়ে নিজের জীবনের গল্প শোনান। দীর্ঘদিন পর ভাই-বোন ও পরিবারের সদস্যদের কাছে পেয়ে সুফিয়া কান্নায় ভেঙে পড়েন।

সুফিয়াকে দেখতে সোমবার ঢাকায় আরজে কিবরিয়ার অফিসে ছুটে যান ভাই ইব্রাহিম ব্যাপারীসহ অন্য স্বজনরা। বোনের জন্মদাগ এবং ঘটনার বর্ণনা শুনে ভাই-বোন নিশ্চিত হন, সুফিয়া তাদেরই বোন।

দীর্ঘ ৩২ বছর পর বোনকে ফিরে পেয়ে সুফিয়া এবং তার স্বজনরা সবাই আনন্দিত।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top