পাবনার ইশ্বরদীতে কুকুরের কামড়ে হাসপাতালে ১৫ শিশু
নিশি রহমান | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী ২০২৩, ০০:৪১

পাবনার ইশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নে একটি পাগলা কুকুরের কামড়ে একদিনে অন্তত ১৫ জন শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
গতকাল (০৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সলিমপুর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে কুকুরটি আক্রমণ করেছে বলে জানায় উপজেলা প্রাণিসম্পদ অফিস। পাগলা কুকুরকে আটক করতে গ্রামে তল্লাশি শুরু করা হয়েছে।
আরও পড়ুন>>> নিখোঁজ মাদ্রাসাছাত্রের লাশ মেঘনায় উদ্ধার
আহত শিশুরা হচ্ছেন- আনিকা খাতুন (৩), আল আমিন (৩), আদিয়ান (৩), মোরসালিন (৪), তানভির (৬) মাহাদি (৯), সহ অন্তত ১৫ শিশু জন রয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শীর আব্দুল হামিদ বলেন, বাড়ির পাশে ময়দানে খেলার সময় হঠাৎ করে একটি পাগলা কুকুর শিশুদের কামড় দিয়েছে।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সোহেল পারভেজ ও ছলিমপুর ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন বাবলু এ তথ্য নিশ্চিত করেছেন।
ইশ্বরদী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেছেন, কুকুরের কামড়ে একদিনে অনেক রোগী এসেছেন। ভুক্তভোগীদের চিকিৎসা দেওয়া হয়েছে এবং কয়েকজনকে জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।