মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

মাগুরায় বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১

নিশি রহমান | প্রকাশিত: ৬ ফেব্রুয়ারী ২০২৩, ০৩:০৯

মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল

মাগুরা সদর উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত জায়েদ জোয়াদ্দার উপজেলার হাজীপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মসিয়ার জোয়াদ্দারের ছেলে।

গতকাল বিকেলে জমিতে কাজ করার সময় প্রতিপক্ষের লোকজন কুপিয়ে তাকে গুরুতর জখম করে এবং পায়ের রগ কেটে দেয়। পরে ভোররাতের দিকে তার মৃত্যু হয়।

আরও পড়ুন>>> শ্বশুরবাড়িতে নির্যাতন, বাবার সঙ্গে ফোনে কথা বলতে বলতে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মেয়ে

হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজাহারুল হক আখরোট জানান, হাজীপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আরজু মোল্লা ও  হাজীপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের মেম্বার তাহাজ্জত হোসেনের সঙ্গে দীর্ঘদিন ধরে একই ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য জায়েদ জোয়াদ্দারের বিরোধ চলছিল। গতকাল বিকেলে নিজ জমিতে কাজ করার সময় প্রতিপক্ষ আরজু মোল্লা ও তাহাজ্জত মেম্বারের লোকজন জায়েদ জোয়াদ্দারের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ও পায়ের রগ কেটে দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা জায়েদ জোয়াদ্দারকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ভোররাতে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মাগুরা সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, সামাজিক বিরোধের জের ধরে সদর উপজেলার শ্রীরামপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় জায়েদ জোয়াদ্দার নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। লাশের ময়নাতদন্ত চলছে। এ ব্যাপারে সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top