মেহেরপুরে থানার পাশে বোমা বিস্ফোরণ, আহত ২ শিশু

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ১ মার্চ ২০২৩, ১০:১৫

মেহেরপুরে থানার পাশে বোমা বিস্ফোরণ, আহত ২ শিশু

মেহেরপুর সদর থানা চত্বরের দেড়শ গজ দূরে বোমা বিস্ফোরণের ঘটনায় ১১ বছর বয়সী দুই শিশু আহত হয়েছে। আহত দুই শিশুর নাম সাঈদ ও রুবেল। আহত রুবেলকে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যদিকে গুরুতর হওয়ায় শিশু সাঈদকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সদর থানার মসজিদের পাশে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: হজযাত্রী নিবন্ধনের সময় বেড়েছে আরও ৭ দিন

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আজমল হোসাইন গণমাধ্যমকে জানান, সকালে শিশুরা থানা চত্বরে খেলতে গিয়ে পরিত্যাক্ত অবস্থায় বোমাটি দেখতে পায়। প্লাস্টিকের টেপ ছাড়াতে গিয়ে বোমাটি বিস্ফোরণ ঘটে। এ সময় বোমার কাছে থাকা দুই শিশু আহত হয়। থানার চত্বরে বোমার অবস্থান সম্পর্কে জানা ছিল না।

তিনি আরও জানান, ইতোমধ্যে আলামত সংগ্রহ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top