থানচি বাজারে আগুন, পুড়েছে ৫০ দোকান
শাকিল খান | প্রকাশিত: ২৫ মার্চ ২০২৩, ২০:৫৫
বান্দরবানের থানচি উপজেলা প্রধান বাজারে শনিবার (২৫ মার্চ) সকালে এক অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে।
স্থানীয়রা জানায়, সকাল ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট, বিজিবি, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ব্যাপক সম্পদহানী হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে প্রায় ৫০টির বেশি দোকান পুড়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ-ছয় কোটি টাকা।
থানচি ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার পেয়ার মোহাম্মদ জানান, আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা তদন্তের আগে নিশ্চিত করে কিছু বলা যাবে না।
এর আগে গত বুধবার ২২ মার্চ ভোরে এক অগ্নিকান্ডে থানচি উপজেলার বলিপাড়া বাজারে অর্ধশতাধিক দোকান-ঘর পুড়ে যায়।
তিন বছর আগেও এই বাজারে অগ্নিকাণ্ডে পুরো বাজার পুড়ে যায়। নিজের পায়ে দাঁড়ানোর আগেই আবারও আগুন তাদের সর্বস্ব কেড়ে নিলো।
বিষয়: বান্দরবান পুড়ে গেছে দোকান newsflash71 News
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।