মেহেরপুর বিসিক শিল্প নগরীতে চুরি
শাকিল খান
|
প্রকাশিত: ২৭ মার্চ ২০২৩, ২৩:৪০

মেহেরপুর বিসিক শিল্প নগরী এলাকায় মেসার্স মোমিনুল ম্যানুফ্যাকচারিং কোম্পানির কারখানায় চুরির ঘটনা ঘটেছে।
গতকাল রবিবার দিবাগত রাতের কোন এক সময় সঙ্ঘবদ্ধ চোরের দল এ চুরির ঘটনা ঘটায় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
কারখানা মালিক জানায়, কারখানাটির পেছনের প্রাচীর টপকে চোরের দল একটি দরজা ফাঁক করে ভিতরে প্রবেশ করে। কারখানা থেকে একটি কার্টার মেশিন, লোহার প্লেন শিটসহ প্রায় ২৫-৩০ লক্ষ টাকা মালামাল নিয়ে যায় ।
তিনি আরও বলেন, আগের দিন কারখানা বন্ধ করে বাড়ি চলে যাই। সকালে কারখানার গেট খুলে দেখি পিছন দিকের দরজার নিচে ফাঁকা। ভিতরে প্রবেশ করার পর চুরির বিষয়টি নিশ্চিত হই। এ বিষয়ে মেহেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
মেহেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ‘লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
বিষয়: মেহেরপুর বিসিক শিল্প চুরি newsflash71 News
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।