নোয়াখালীতে বিএনপি নেতার আত্মহত্যা

শাকিল খান | প্রকাশিত: ১১ জুলাই ২০২৩, ১৮:২৪

ছবি: সংগৃহীত

কোম্পানীগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জের ধরে পরিবারের ওপর অভিমান করে আব্দুল ওয়াদুদ সবুজ (৫২) নামে এক বিএনপি নেতা আত্মহত্যা করেছেন। রবিবার (৯ জুলাই) বিকেলে ইঁদুর মারার বিষপান করেন ।

সোমবার (১০ জুলাই) দুপুরে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সবুজ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ও ওই এলাকার মৃত মোস্তফার ছেলে আবদুল ওয়াদুদ সবুজ (৫২)।

জানা গেছে, পারিবারিক মনোমালিন্যের জেরে আবদুল ওয়াদুদ সবুজ নিজ ঘরে ইঁদুর নিধনের বিষপান করেন। পরে তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেলা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের ছোট ভাই দাবি করেন, সবুজ ডায়রিয়া আক্রান্ত হয়ে মারা গেছেন। কিন্তু কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রেজিস্টার খাতায় তাকে হাসপাতালে নেওয়ার কারণ হিসেবে ইঁদুর মারার বিষপানের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাদেকুর রহমান বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান জানান, সোমবার দুপুরে খবরটি শুনেছি। কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেল আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top