বিষপানে ঢাবির সাবেক শিক্ষার্থীর মৃত্যু

শাকিল খান | প্রকাশিত: ২১ আগষ্ট ২০২৩, ১৮:৫১

ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক এক শিক্ষার্থী মারা গেছেন। তাঁর নাম ঋতু কর্মকার নিপা (২৬)। তিনি বিষপান করেছিলেন বলে জানা যায়।

শনিবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানিবাজার গ্রামের নিপেন্দ্র কর্মকারের মেয়ে ঋতু। এক ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন বড়।

জানা যায়, ঋতু কর্মকার নিপা ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে ভর্তি হন। সেখান থেকে ২০২০ সালে মাস্টার্স সম্পন্ন করেন। লেখাপড়া করা অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব রাজশাহী কলেজের (ঢুসার্ক) সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি মাস্টার্স সম্পন্ন করে ঢাকা রসুলপবাগের এক মেসে থেকে বিসিএস ও আমেরিকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

নিপার ছোট ভাই বিজয় কর্মকার জানান, মাস্টার্স সম্পন্ন করেও চাকরি বা কোনো ব্যবস্থা হচ্ছিল না বলে বেশ কিছুদিন থেকে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

এ বিষয়ে ঢাকা শাহবাগ থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ সুমন বলেন, এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে।

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top