শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

পরকীয়া সন্দেহে স্ত্রীকে পানিতে চুবিয়ে হত্যা

শাকিল খান | প্রকাশিত: ২২ আগষ্ট ২০২৩, ১৮:৪২

ছবি: সংগৃহীত

বানারীপাড়ায় স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আব্দুস সালাম হাওলাদারকে (৪০) আটক করেছে পুলিশ। সোমবার বিকালে উপজেলার গাভা গ্রামের ৮নং ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়।

সোমবার (২১ আগস্ট) রাতে বানারীপাড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মমিন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত কারিমা বেগম (২৬) বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার ছোনবুনিয়া গ্রামের কালাম হাওলাদারের মেয়ে।

স্থানীয়রা জানান, সোমবার (২১ আগস্ট) দুপুরে দুই সন্তানের জননী কারিমাকে প্রথমে কাঠের লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে। পরে বাড়ির পাশের খালের পানিতে চুবিয়ে নৃশংসভাবে হত্যা করে স্বামী সালাম। এ সময় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত কারিমার মরদেহ উদ্ধার ও স্বামী সালামকে আটক করে পুলিশ।

বানারীপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মমিন উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত সালামকে গ্রেপ্তার করে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে সালাম স্ত্রীকে পরকীয়া প্রেমে জড়িত সন্দেহে হত্যা করার কথা স্বীকার করেছেন।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top