মেঘনায় ট্রলারডুবি: এক শিশুর মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ ৪

শাকিল খান | প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৩, ১৪:১৮

ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিববার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে চাঁদপুরের মতলব উপজেলার ষাটনল এলাকায় মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় জান্নাতুল মারওয়া নামে ৮ বছরের ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন চারজন।

জান্নাতুল উপজেলার গজারিয়া ইউনিয়নের দক্ষিণ ফুলদি গ্রামের মফিজুল হক ও সুমনা আক্তার দম্পতির মেয়ে। নিখোঁজ রয়েছে- সুমনার এক মেয়ে সাফা আক্তার (৪), মফিজুলের ভাতিজি মারওয়া (৮), সুমনার ভাই সাব্বির হোসাইন (৪০) ও সাব্বিরের ছেলে রিমাদ (২)।

এর আগে শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যায় সীমান্তবর্তী নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের চর কিশোরগঞ্জের কাছে মেঘনায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকালে মেঘনার দুর্ঘটনাস্থলের ৩০০ মিটার দূরের রমজানবেগের কাছে সুমনা আক্তারের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। রোববার সুমনার এক মেয়ে জান্নাতুলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার আরেক শিশু কন্যাসহ অপর নিখোঁজদের সন্ধান মেলেনি।

নিখোঁজদের সন্ধানে বিআইডব্লিউটিএ, ফায়ারসার্ভিস, কোস্টগার্ড ও নৌপুলিশ তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান চালাচ্ছে। তবে এ ঘটনায় এখনো দুর্ঘটনাকবলিত ট্রলারটি শনাক্ত এবং বাল্কহেড আটক করা যায়নি।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোস্তফা মোহসীন মেঘনার তলদেশে যাওয়া ডুবুরিদের বরাত দিয়ে বলেন, ‘বালু কাটার কারণে নদীর তলদেশের গভীরতা ৭০ ফুট থেকে ১২০ ফুট পর্যন্ত। তাই উদ্ধার অভিযান চালাতে কিছুটা বেগ পেতে হচ্ছে।

শুক্রবার সন্ধ্যার পর মুন্সীগঞ্জের গজারিয়ার সীমান্তবর্তী নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের চর কিশোরগঞ্জের কাছে মেঘনায় বালুবাহী একটি নৌযানের ধাক্কায় যাত্রীবাহী ট্রলার ডুবে একই পরিবারের ছয়জন নিখোঁজ হন।

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top